শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৯:১৮ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধন হচ্ছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে খেলা চলবে ২৯ আগস্ট পর্যন্ত। ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে দলগুলো আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। বুধবার সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণের জন্য ড্র অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, দপ্তর সম্পাদক মো: জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন ও খালিদ সাইফুল্লাহ।

অংশগ্রহণকারী দল:
‘এ’ গ্রুপ: আমাদের সময়, ডেইলি সান, বাংলাদেশ পোস্ট, বাংলা ট্রিবিউন ও চ্যানেল ২৪। ‘বি’ গ্রুপ: এটিএন বাংলা, সময়ের আলো, ভোরের কাগজ, রাইজিং বিডি ও জনকন্ঠ। ‘সি’ গ্রুপ: বাংলাভিশন, নয়া দিগন্ত, বাংলাদেশের খবর, ইনকিলাব ও আমাদের অর্থনীতি। ‘ডি’ গ্রুপ: চ্যানেল আই, কালের কন্ঠ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, মানবজমিন ও জাগো নিউজ২৪। ‘ই’ গ্রুপ: এসএ টিভি, আজকালের খবর, সারাবাংলা ডটনেট, বাংলাদেশ টেলিভিশন ও বিডিনিউজ২৪.কম। ‘এফ গ্রুপ: আরটিভি, আমার সংবাদ, যুগান্তর, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন। ‘জি’ গ্রুপ: জিটিভি, বার্তা ২৪, ইত্তেফাক, আলোকিত বাংলাদেশ ও বাসস। ‘এইচ গ্রুপ: এনটিভি, নাগরিক টিভি, ঢাকা টাইমস, সংগ্রাম ও জাগরণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন