শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আগামীকাল থেকে সামার অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম


পুরুষদের ২২টি ও নারীদের ১৪টি ইভেন্টে প্রায় পাঁচশ’ অ্যাথলেটের অংশগ্রহনে আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ট্রাষ্ট ব্যাংক জাতীয় সামার অ্যাথলেটিক্স। দেশের ৬৪ জেলা, বিভাগ, বিশ্ববিদ্যাল্যয়, শিক্ষাবোর্ড ও সংস্থার অ্যাথলেটরা অংশ নেবেন দু’দিন ব্যাপী ইলেকট্রনিক্স টাইমিংয়ের এই প্রতিযোগিতায়। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটির এইটাই প্রথম আয়োজন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘আমরা মাঠে রয়েছি এটাই আমাদের নতুনত্ব। নির্বাচনের পর অনেকে অনুরোধে করেছিল সামার মিট পেছাতে। অ্যাথলেটিক্সের স্বার্থে আমরা পেছাইনি। খেলা সূচি অনুযায়ী রেখেছি।’ সভাপতি এএসএম আলী কবির বলেন, ‘নতুন কমিটি নিয়ে কিছু দিনের মধ্যেই আপনাদের সামনে আসব। রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।’ ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমস। এসএ গেমসে সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিক্সে তেমন সাফল্য নেই। এই সামার মিট এসএ গেমসের বড় ট্রায়াল ক্ষেত্র হিসেবে দেখছেন অ্যাথলেটিক্সের কর্মকর্তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন