মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইরানে আহত দেশের দ্রুততম মানব ইসমাইল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ৮:৩৬ পিএম

ইরানে আন্তর্জাতিক ইমাম রেজা কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় খেলতে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব মো. ইসমাইল। তবে ১০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াতে গিয়ে নয়, তিনি আহত হয়েছেন দীর্ঘলম্ফে (লংজাম্প) অংশ নিয়ে।

ইরানের মাসাদ শহরে সোমবার শেষ হওয়া এ আসরে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন ইসমাইল, আল-আমিন ও মাহফুজুর রহমান। শেষ দিনে লংজাম্পে ইসমাইল ও আল-আমিনের খেলা ছিল। তবে প্রথম লাফেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ইসমাইলের। আল-আমিন ৬.৯৯ মিটার লাফিয়ে ১২ জনের মধ্যে নবম হন।

এর আগে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে লাল-সবুজের দ্রুততম মানব মো. ইসমাইল ১০.৯১ সেকেন্ড সময় নিয়ে হন অষ্টম। এই ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন ইরাকের স্প্রিটার হোসেন আলী আল খাফাজি ১০.৪৪ সেকেন্ড সময়ে দৌঁড় শেষ করে। হাইজাম্পে মাহফুজুর রহমান ২.০৫ মিটার উচ্চতায় লাফিয়ে দশ জনের মধ্যে ষষ্ঠস্থান পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন