শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তারুণ্যেই স্বপ্ন দেখছে অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

এবারের জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তারুণ্যের জয়-জয়কার। গত বুধবার বনানীর আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে তিনদিন ব্যাপী শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ আসরে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। রেকর্ডগুলো করেছেন তরুণ অ্যাথলেটরাই। আসরের ৪০টি ইভেন্টের মধ্যে সোনা জিতেছেন এমন ১৯জনই উদীয়মান তরুণ ও তরুণী অ্যাথলেট বলে গতকাল জানান বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি আরও জানান এরাই আগামীতে আন্তর্জাতিক আসর থেকে বাংলাদেশকে পদক এনে দিতে পারবেন, ‘এবারের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে তিনি সময় নিয়েছেন ১০.৫০ সেকেণ্ড। এ ইভেন্টে ২২ বছর আগের (১৯৯৯) রেকর্ডটি ছিল মরহুম মাহবুব আলমের। মহিলাদের হাইজাম্পে ১.৭১ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকী। এই ইভেন্টে ১.৭০ মিটার লাফিয়ে পূর্বের রেকর্ডটি করেছিলেন ২০২০ সালে সেনাবাহিনীর ঋতু আক্তার। ৩০০০ হাজার মিটার ইভেন্টে রিংকী বিশ্বাস নেীবাহিনীর হয়ে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। তিনি সময় নেন ১০ মিনিট ২৫.৩০ সেকেন্ড। পূর্বে ২০২১ সালে সময় নিয়েছিলেন ১০ মিনিট ৪৩.৩০ সেকেণ্ড। সব মিলিয়ে আমরা ১৯জন তরুণ ও তরুণীকে পেয়েছি এবার যারা ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন। এদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে রাখলে আন্তর্জাতিক আসরে বাংলাদেশের পদক জেতে সম্ভব বলে আমি মনে করি।’ এদিকে ফ্রান্সের একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা ছেড়ে গেছেন দ্রুততম মানব লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমানুর রহমান। লন্ডন হয়ে তিনি ফ্রান্সে যাবেন। সেখানে ২২ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতাটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন