শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সুজন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। গত শনিবার কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির কথা হচ্ছে, বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে। নচিকেতা বলেন, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। তার মতো এত বড় নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। তার ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরও বেশি আগ্রহী হয়। সুজন হাজং জানান, গানটি বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির অ্যালবামে প্রকাশ হবে। এতে আরও কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন