শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সারওয়ার ভাই আমাকে যুগান্তর ও সমকাল প্রকাশ করতে বলেছিলেন- এ কে এম জাহাঙ্গীর খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম গোলাম সারওয়ারের ১ম মৃত্যুবার্ষিকী ছিল গত ১৩ আগস্ট। মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর সর্বশেষ কর্মস্থল দৈনিক সমকাল। গত শুক্রবার পত্রিকার কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংবাদপত্রের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শ্রদ্ধাভরে গোলাম সারওয়ারকে স্মরণ করেন। চলচ্চিত্রের মুভি মোগল খ্যাত এ কে এম জাহাঙ্গীর খানও গিয়েছিলেন এ স্মরণসভায়। আলাপকালে তিনি গোলাম সরওয়ারকে স্মরণ করে বলেন, তাঁর মতো গুণী ব্যক্তিত্ব বাংলাদেশ আর পাবে কিনা সন্দেহ। তাঁর সাথে আমার অনেক স্মৃতি, যা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ট বন্ধু এবং পরিবারের একজন। একে অপরের সুখ-দুঃখের ভাগিদার ছিলাম। যে কোনো পরামর্শের জন্য পরস্পর পরস্পরের কাছে যেতাম। তিনি আমাকে পত্রিকা প্রকাশ করার জন্য জোর পর্যন্ত করেছিলেন। আজকের যে দৈনিক যুগান্তর, এটি প্রকাশ করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন। পত্রিকা প্রকাশ এবং তা চালিয়ে নেয়া আমার কাছে কঠিন কাজ মনে হওয়ায় তাতে যুক্ত হইনি। তবে সারওয়ার ভাই নাছোড়বান্দা ছিলেন। আমাকে পত্রিকা জগতে প্রবেশ করার জন্য যেন জেদ ধরেছিলেন। আমি শিল্প বুঝি, সিনেমা বুঝি, পত্রিকার সংবাদ বুঝি, সংবাদ পড়ি, কিন্তু পত্রিকা প্রকাশ বুঝি না। ফলে সরওয়ার ভাইয়ের প্রস্তাব এড়িয়ে গিয়েছি। এমনকি আজকের যে দৈনিক সমকাল, এ পত্রিকাটিও আমাকে প্রকাশ করতে বলেছিলেন। তাঁর সাথে আমার এমনই সম্পর্ক ছিল যে, যা অন্য কোনো সম্পর্ক দিয়ে মাপা যায় না। তিনি আমার ভাই, বন্ধু এবং পরম আত্মীয় ছিলেন। তাঁকে হারিয়ে আমি অত্যন্ত অসহায় বোধ করি। তার মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে এই দোয়াই করি তাঁকে যেন জান্নাতবাসী করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন