চিত্রনায়িকা নিপূণের প্রথম মিউজিক ভিডিও মুক্তি পেতে যাচ্ছে। রং নামে তার মডেলিং করা ভিডিওটি সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১২ সেপ্টেম্বর রিলিজ দেয়া হবে। মিউজিক ভিডিওতে পারফরম করা প্রসঙ্গে নিপূণ বলেন, গত কয়েক বছরে অসংখ্য মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তুাব পেয়েছি। পছন্দ হয়নি বলে করিনি। এবার হলাম। কারণ, কাজটি এবার আমি নিজের হাতেই করেছি। যেটাতে কোনও ঘাটতি রাখিনি। এর কারণও আছে, গানটি যিনি গেয়েছেন তিনি আমার আপন বোন পলিন। তিনি লন্ডনপ্রবাসী একজন কণ্ঠশিল্পী। গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে তার নিজের গান প্রকাশ করা হয়নি। এ মিজানের কথায় গানটি তৈরি করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপূণ। গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা। নিপুণ বলেন, ভিডিওটি নির্মাণের ক্ষেত্রে টাকাটা মুখ্য ছিলো না, আমরা চেয়েছি একটি অসাধারণ অডিও-ভিডিও উপহার দিতে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রতি। তারা আমাদের দুই বোনের এই স্বপ্নের কাজটি প্রকাশের জন্য এগিয়ে এসেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন