রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণে সরকারি অনুদান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণে সরকারি অনুদান দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এ উদ্যোগ নিয়েছে সরকার। কিছু শর্তসাপেক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ লাখ এবং প্রামাণ্যচিত্র নির্মাণে পাওয়া যাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা। তথ্য সচিব আবদুল মালেকের সই করা সরকারি মঞ্জুরি প্রদানের নিয়মাবলি ২০১৯ প্রকাশ করা হয়েছে। এতে অর্থ প্রাপ্তির শর্তে বলা হয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের টাকার ব্যবস্থাপনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের হাতে থাকবে। এর প্রযোজনায় থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে গঠিত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি। নিয়মাবলিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধান করে ১৩ সদস্যের একটি মঞ্জুরি কমিটি এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠানকে (চিত্রনায়ক ফারুক) প্রধান করে সমসংখ্যক সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। বাছাই কমিটির সুপারিশে মঞ্জুরি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এতে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু, সংলাপ ও চিত্রনাট্য, মনোনীত শিল্পী ও কলাকুশলীর মান ও অভিজ্ঞতা, নির্মাতা বা পরিচালকের পূর্ব অভিজ্ঞতা, নির্মাণ সংস্থার কারিগরি, আর্থিক ও অবকাঠামো সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের স্থিতি হতে হবে ১৫ থেকে ২০ মিনিট। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়া মঞ্জুরি কমিটির অন্য সদস্যরা হলেন, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়া, অভিনেত্রী কবরী, এম এ আলমগীর এবং প্রযোজক ও পরিবেশক সমিতির খোরশেদ আলম খসরু। এই কমিটির সদস্য সচিব হবেন যুগ্ম সচিব (চলচ্চিত্র)। চিত্রনায়ক ফারুককে সভাপতি করা বাছাই কমিটির সদস্যরা হলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক প্রফেসর মতিন রহমান, কাজী কামাল, অভিনয়শিল্পী রওশন আরা রোজিনা, রোকেয়া প্রাচী, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা পিপলু খান, মানজারে হাসিন মুরাদ ও রাকিব আহমেদ। বাছাই কমিটির সদস্য সচিব হচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন