শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে বুলবুলে ব্যাপক ক্ষয়ক্ষতি

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৯:৪০ পিএম

নেছারাবাদে ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে গাছপালা পড়ে তিনজন আহতসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ী বিধ্বস্তসহ ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে বুলবুলে বাতাসের একটানা গতিতে গাছপালা উপচে পড়ে মুহুর্তেই লন্ডবন্ড হয়ে যায় এলাকার ঘরবাড়ী,রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা। ঝড়ে গাছ পড়ে আহত ব্যক্তিরা হল, মাহমুদকাঠির হরহরকাঠি গ্রামের শাহরিয়া বেগম(২৮), চান মিয়া (৭০) এবং রিনা বেগম(৪৫)। আহতদের মধ্য একজনের আঘাত বেশি হওয়ায় স্বজনরা গুরুতর বুজে তাকে বরিশাল মেডিকেলে নিয়েছেন। ঝড়ে স্বরূপকাঠি পৌরশহরে জগৎপট্টি গ্রামের আসাদুজ্জামান হিরু(৩৮) এর বসত ঘরে গাছ পড়ে ঘরের বারান্দা,রান্না ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ের গতিবেগে একই গ্রামের আব্দুল জলিল মিয়ার ঘরের টিনের চাল উড়ে পড়ে গেছে। এছাড়াও উপজেলার ভরতকাঠি,সুটিয়াকাঠি,মাহমুদকাঠি গ্রামের বেশ কয়েকটি ঘরে গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বিভিন্ন এলাকার রাস্তার পাশে গাছ পড়ে বিদ্যুতের খুটিসহ রাস্তার কার্পেটিং ধসে গেছে। উপজেলার নদনদীতে স্বাবাভিক জোয়ারের চেয়ে দুই ফুট পানি বেড়ে গিয়েছিল। ঘূর্নিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন