ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব থেমে গেছে; কমে গেছে ঝড়-বাতাস।
সোমবার দু'একটি কেন্দ্র ছাড়া সব আশ্রয়কেন্দ্র থেকে নিজ এলাকায় ফিরে গেছে মানুষ।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রমের রেশ রোববার বিকাল পর্যন্ত ব্যাপক ঝড়বৃষ্টিতে জেলাব্যাপী অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। এ সময় দেড়শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। মাছের ঘের, শতাধিক ব্রিকফিল্ড, ধানের ক্ষেত প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এদিকে ২৪ জেলেসহ মাছ ধরার নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ জেলেদের সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন