শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এএমএতে মাইকেল জ্যাকসনের রেকর্ড ভাঙলেন টেইলর সুইফ্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

এই বছরের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ) অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জয় করে গায়িকা টেইলর সুইফ্ট সব মিলিয়ে তার ক্যারিয়ারে ২৯টি এএমএ জয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল পপ কিং মাইকেল জ্যাকসনের তিনি জিতেছিলেন ২৪টি পুরস্কার। এবার সুইফ্ট এএমএতে পেয়েছেন- আর্টিস্ট অফ দ্য ডেকেড, ফেভারিট আর্টিস্ট (অ্যাডাল্ট কনটেম্পোরারি), ‘লাভার’-এর জন্য ফেভারিট অ্যালবাম (পপ বা রক), ইউ নিড টু কাম ডাউন’-এর জন্য ফেভারিট মিউজিক ভিডিও, এবং ফেভারিট ফিমেইল আর্টিস্ট (পপ বা রক) পুরস্কারগুলো। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন : “গত বছর আমার জীবনে আমার সময়টি ছিল অসাধারণ আর আমার জীবনে এমন সব কঠিন ঘটনা ঘটেছে যা আমি আদৌ প্রকাশ করিনি। আমি আপনাদের আমার জীবনের নিরবচ্ছিন্ন সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই। “এই জগতটি অদ্ভুত। কখনও মনে হয় আমার সৃষ্টি ভাল নয়তো মন্দ আর মনে হয় মানুষ সেগুলো পছন্দ করছে আবার মনে হয় করছে না। তবে এমন মানুষও আছে যারা ছেড়ে যায় না। এই বছরে আমার জন্য এমনই এক সময়, ভাল কেটেছে, জটিলও ছিল পরিস্থিতি, তাই আমার ও আমার পরিবারের তরফ থেকে আমার সঙ্গে থাকার জন্য ও আমাকে আমল দেবার জন্য ধন্যবাদ।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন