শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের দাবায় রানারআপ বাংলাদেশের দাবাড়ু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:০৬ পিএম

ভারতের স্কুল দাবা টুর্নামেন্টে রানারআপ হয়েছেন বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু মনন রেজা নীড়। দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলে রেকর্ড গড়েছিলেন নীড়। এবার নিজ প্রতিভার বিকাশ ঘটালেন ভারতের স্কুল দাবায়। কোলকাতায় অনুষ্ঠিত ২৮তম টেলিগ্রাফ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হন। সাত পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের কাজী জারিন তাসনিম ১৭তম এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ২১তম হয়েছেন। বুধবার টুর্নামেন্টের শেষ রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার নীড় ভারতের প্রত্যয় চৌধুরীকে, জারিন ভারতের শ্রেষ্ঠা মহাপাত্রকে ও মহিলা ফিদে মাস্টার নোশিন ভারতের সাগনিক সাহাকে হারান। ক্যান্ডিডেট মাস্টার নীড়, জারিন ও মহিলা ফিদে মাস্টার নোশিন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির শিক্ষার্থী। ১৩ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত টেলিগ্রাফ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৬৬ জন দাবাড়– অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন