শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

যুব অলিম্পিয়াডে ছয় দাবাড়ু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৪ পিএম

ফিদে বিশ^ যুব (অনূর্ধ্ব-১৬) দাবা অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ছয় দাবাড়–সহ ৭ সদস্যের দল। এরা হলেন- ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস এবং ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে অধিনায়ক কাম কোচ হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল। আগামী ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৬ বছর বয়সী এই দাবা অলিম্পিয়াডে এখন পর্যন্ত ৩৫টি দল অংশ নাম নিবন্ধন করেছে। সোমবার দাবা ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। ২০১৭ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ইয়ুথ দাবা অলিম্পিয়াডে অংশ নেয়। তখন ভারতের গুজরাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নয় খেলায় ৮ পয়েন্ট পেয়ে ১৯তম স্থান অর্জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন