শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেখ রাসেল কাপ দলগত দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৮:২১ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম-বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৬ জাতির এই আমন্ত্রণমূলক দলগত টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বিশ^ দাবা সংস্থার জোন ৩.২ এর ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দাবাড়–রা অংশ নেবেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানে থাকা তিনটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। সুপার লিগেও রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলবেন দাবাড়–রা। টুর্নামেন্টে ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ৪ হাজার, রানার্সআপরা ৩ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী দল ২ হাজার এবং চতুর্থ হওয়া দল পাবে এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার। বুধবার দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন