শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতের জিএমকে হারালেন জিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৮:২৮ পিএম

আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে ভারতের গ্র্যান্ডমাস্টার (জিএম) অভিজিৎ গুপ্তাকে হারিয়ে দিলেন বাংলাদেশের তারকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পরশু রাতে সংযুক্ত আরব আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় এ জয় পেয়েছেন জিয়া। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে জিয়াউর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেলেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ৩, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আড়াই এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ১ পয়েন্ট পান। অভিজিৎ গুপ্তার সঙ্গে সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান অ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন জিয়া। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার গেগারি সার্দুলের সঙ্গে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৬ চালে ড্র করেন। ভারতের ফিদে মাস্টার অরগ্য গার্গের সঙ্গে ড্র করেন ফিদে মাস্টার তাহসিনও। তবে ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার মহিতোষের কাছে হেরে যান। এই রাউন্ডে ভারতের এরিগাইসি অর্জুন ও যুক্তরাষ্ট্রের রবসন ৫ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন