শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে চারটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ঝালকাঠিতে যুবক হত্যা মামলার আসামিদের চারটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার দেউরী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে আসবাসপত্রসহ চারটি ঘরই পুড়ে যায়। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার জাহিদুল ইসলাম খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ১২ জনকে আসামি করে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বসতঘরগুলো ফাকা ছিলো। এ সুযোগে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা হেমায়েত হাওলাদার, মরতুজ হাওলাদার, রেজ্জেক হাওলাদার ও ফারুক হাওলাদারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাতভর আগুনে মালামালসহ ঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। কী কারণে চারটি বসতঘর পুড়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন