শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাংনীর বাহাগুন্দা গ্রামে সব মানবতাকে হার মানালো দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মেহেরপুর থেকে ফারুক মল্লিক : মেহেরপুর গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের অধিবাসী আনারুল ইসলাম একজন গরু খামারি। তার গোয়ালে ৪টি এঁড়ে গরু থাকা অবস্থায় পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা গোয়ালে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে গোয়ালে থাকা ৪টি গরু পুড়ে ছাই হয়ে যায়। গরু পোড়ার বিভীষিকাময় দৃশ্য দেখে এলাকার ছুটে আসা লোকজন হতবাক হয়ে যান। এমনকি খামার মালিক পোড়াগরুর দৃশ্য দেখে সঙ্গাহীন হয়ে পড়ে। গত ১৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা শত্রæতার জের ধরে গোয়ালে আগুন দেয় এ ঘটনাটি বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ঘটনার তদন্ত কোন আলোর মুখ দেখেনি। পোড়া ৪ গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে গাংনী উপজেলা থানায় ১৪/০১/১৭ তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে মালিক জানান। যার মামলা নম্বর ৭০৮। তবে সরজমিনে পরিদর্শনকালে এলাকার একাধিক লোকে জানান যে এটি একটি পরিকল্পিত ঘটনা এবং পূর্বে শত্রæতার জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা তবে খামার মালিকের আসংখ্যা যে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কতিপয় যুবক আমাকে পিটিয়ে আহত করলে আমি ২ জনের নামে মেহেরপুর আদালতে মামলা করি সেই থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমুকি ধামকি দিয়ে আসছে। মামলা করার পর থেকে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পরেছে। ঘটনার পর থেকে প্রায় মাঝে মধ্যে রাত ১:০০ থেকে ২:০০ টার মধ্যে আমার বাড়ির আশপাশ দিয়ে বেশ কিছু দুর্বৃত্ত আমার গতিবিধি নিশ্চিত করার প্রয়াস চালায়। বর্তমানে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিয়ে বড় সঙ্কায় আছি কখন কোন মুহূর্তে আমার এবং আমার পরিবারের সদস্যদের জীবনাবসান ঘটে যেতে পারে সে আশংকায় দিন কাটছে। এ ব্যাপারে গাংনী থানার তদন্ত কর্মকর্তা এস এম কাফরুল ইসলামকে অবহিত করেছি। কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি যে নিশ্চিত দুর্বৃত্তদের নাম প্রকাশ করা। এ ব্যাপারে সাংবাদিক অনুসন্ধানের টিম গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল জামান সাহেবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন বিষয় আমি অবহিত আছি। আমি আমার দায়িত্ব থেকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনকে অবহিত করি এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেই। যেহেতু বিষয়টি মানবিক এ ব্যাপারে খামার মালিককে আমার গাংনী উপজেলা পক্ষ থেকে গোয়াল ঘরের জন্য কিছু টিন বা আর্থিক সাহায্য ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি এর পরে গাংনী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক অনুসন্ধান টিমটি বাহাগুন্দা গ্রামের ঘটনাটি অবহিত করলে তিনি বলেন বিষয়টি আমি একান্ত ভাবে তদন্তের জন্য আমার তদন্ত কর্মকর্তাকে জরুরি ভাবে ঘটনাটি উৎঘাটন করার জন্য ততপর হতে নির্দেশ দিয়েছি বিষয়টি চলমান পক্রিয়া রয়েছে আশা করি কিছু দিনের মধ্যেই বিষয়টি উৎঘাটন করতে সক্ষম হব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন