শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদা না দেওয়ায় ও সমাবেশে যাওয়ায় বিএনপি সমর্থককে পিটিয়েছে দুর্বৃত্তরা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৫:৫০ পিএম

চাঁদা না দেওয়ায় এবং কুমিল্লা টাউনহলে বিএনপির সমাবেশে যাওয়ায় এক সমর্থককে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই হামলার শিকার হন মনিরুল হক নামের এক বিএনপি সমর্থক।বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কাঠালিয়া কান্দা এলাকায়।
সোমবার বিকেলে হামলার শিকার মনিরুল হকের ভাই জয়নাল আবেদীন বলেন, তিনি এবং মনিরুল একই সঙ্গে রামচন্দ্রপুর উত্তর বাজারে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছেন এবং তারা পারিবারিকভাবে বিএনপির সমর্থক। কুমিল্লায় বিএনপির সমাবেশ হওয়ার বেশ ক’দিন আগ থেকেই স্থানীয় সুজন ও তার লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বলে বিএনপির সমাবেশের জন্য ব্যানার ফেষ্টুন করে দিস, চাঁদা দিস। তাহলে আমাদের দিবি না কেনো। এসব বলে আমাদের হুমকি ও দেখে নেওয়ার ভয় দেখিয়ে চলে যায়।
তিনি বলেন, গত রোববার (২৭ নভেম্বর) রাত অনুমান সাড়ে ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মনিরুল বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে কাঠালিয়া কান্দা কাঁচারাস্তার মোড়ে তাকে একা পেয়ে স্থানীয় সুজনের নেতৃত্বে ৭/৮জন মিলে লোহার রড, হকিষ্টিক, লাঠি দিয়ে বেথড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। এসময় তাদেরকে চাঁদা না দিয়ে বিএনপির সমাবেশে কেন গেলো এসব বলে মনিরুলকে পেটাতে থাকে। পরে তার শোর চিৎকারে লেঅকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়।খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমার ভাই মনিরুলকে প্রথমে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।
আহত মনিরুলের ভাই জয়নাল আবেদীন এঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন