বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে ময়মনসিংহ পলিটেকনিক ইনষ্টিটিউিটের ছাত্র অন্তর সরকার (২৩)কে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ থেকে তাকে আটক করা। সেইসাথে তাকে কলেজ থেকেও তাকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। তবে আটকের পরও কটুক্তির খবরটি ছড়িয়ে পড়লে ইত্তেফাকুল উলামা সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্রাবাস মাঠে জড়ো হয়। পরে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় তার মধ্যস্থতায় জেলা প্রশাসকের সাথে আলোচনায় রাজি হন আলেম-ওলামা নেতারা।
পরে বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কলেজ কর্তৃপক্ষ ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুফতি মুহিবুল্লাহর নেতৃত্বে আলেম-ওলামাদের সাথে জরুরী বৈঠকে বসেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার আহমার উজ্জামান। বৈঠকে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ বিষয়ে ময়মনসিংহ পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রিন্সিপাল সৈয়দ ফারুক আহমদ বলেন, মেকানিক্যাল বিভাগের ৫ম পর্বের ছাত্র অন্তর সরকার মেসেঞ্জার থেকে বিভিন্নজনকে পাঠানো একট ম্যাসেজে ইসলাম ধর্ম ও রাসূল (স.) কে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যকে ঘিরে দুপুর ১২ টায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করার প্রেক্ষিতে তাৎক্ষণিক সেই ছাত্রকে নিজেদের কাছে এনে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং বেলা ১ টার দিকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সন্ধ্যায় আলেম-ওলামা নেতাদের সাথে বৈঠক শেষে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, এ বিষয়ে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেইসাথে এ কাজে অন্য যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তাকে কোন ছাড় দেয়া হবে না। একই সাথে যেকোন অরাজক পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন