শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এমপির হুমকিদাতাকে গ্রেফতার দাবি

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে রাজশাহীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা গতকাল সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান। অবিলম্বে ব্যবস্থা নেয়া হলে রাজশাহী অচল করা হবে বলেও হুশিয়ারি দেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়। সমাবেশ পরিচালনা করেন সমাজসেবক মঞ্জুর মোর্শেদ চুন্না।
সমাবেশে হুমকিদাতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যকে হুমকিদাতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা রাজশাহীবাসীর জন্য লজ্জার। কারণ একজন সংসদ সদস্যকে প্রাণনাশের হুমকিদাতা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই হুমকিদাতা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন