শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১১-২০ গ্রেডের চাকরিজীবীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

জাতীয় বেতন বেষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংগঠনের আট দফা দাবির মধ্যে রয়েছে- ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বেষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারন ও গ্রড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে (বøক পোস্ট নিয়মিতকরণ করতে হবে)। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, পুণঃবহালসহ বেতন সিনিয়রিটি বজায় রাখখতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠননের কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদুল হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন