শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিটি নির্বাচনে এসএমএসে ভোটার নম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য পাওয়া যাবে ১০৫ নম্বরে এসএমএস’র মাধ্যমে। আগামী পহেলা ফেব্রুয়ারি এই দুই সিটিতে ভোট হবে।

গতকাল ২৭ জানুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিক্যাশন অফিসার ইন চার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান ভোটারদের উদ্দেশ্যে বলেন, পিসি স্পেস এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর দিয়ে ১০৫ নম্বরে (চঈ ঘওউ হঁসনবৎ ংবহফ ১০৫) পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে ভোটারের।

উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন