শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাংলাদেশ এখন লুটেরাদের দেশ -রাশেদ খান মেনন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৭:৩৪ পিএম

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ওয়াকার্স পার্টির বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি রাশেদ খান মেনন এমপি


ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ এখন লুটেরাদের দেশে পরিনত হয়েছে। ব্যাংকের যে পরিচালক ব্যাংক লুট করে এদেশে তাদের পুরস্কৃত করা হয়। যে কারনে দেশে মানুষে মানুষে বৈষম্য তৈরী হচ্ছে। এক শ্রেনীর মানুষ অর্থ সম্পত্তির পাহাড় গড়ছেন আর সংখ্যাগরিষ্ঠ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। দেশের রন্দ্রে মঙ্গলবার বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ওয়াকার্স পার্টির বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম তা আজ ভুলুন্ঠিত। কিন্তু বাংলাদেশ ওয়াকার্স পার্টি তা হতে দেবে না। কারন এই পার্টি গরীব মানুষের পার্টি। এই পার্টি নির্যাতিত মানুষের পার্টি।
তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি ন্যায়ের পার্টি। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের আগেই দেশ থেকে এই অনিয়ম দূর্নীতি দূর করতে দেশ বাসীকে নিয়ে আন্দোলন গড়ে তুলবে ওয়াকার্স পার্টি। বাংলার জনগন এদেশে কোন দূর্নীতিবাজদের স্থান দেবে না।
বরিশাল প্রসঙ্গ টেনে রাশেদ খান মেনন বলেন, কবি নজরুল বরিশালকে প্রাচ্যের ভেনিস বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু সেই বরিশালে কি আছে ? আমি জানি না বরিশালে খাল সংস্কার করা হচ্ছে কিনা, নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা। তিনি বলেন আগুনে পুড়লে ছাই পড়ে থাকে কিন্তু নদী ভাঙনে কিছুই থাকে না। সব হারিয়ে তখন একটি পরিবারকে রাস্তায় দাড়াতে হয়। সরকারের উচ্চ পদে যারা রয়েছেন তাদেরকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের আহবান জানান মেনন।
ঢাকার সিটি নির্বাচন প্রসঙ্গ টেনে মহাজেট শরিক ওয়ার্কার্স পার্টি সভাপতি মেনন বলেন, আমি বিশ^াস করি তাপস ও আতিকুল বিজয়ী হবে। কিন্তু আমি বলতে চাই মানুষকে ভোট দেয়ার সুযোগ দিতে হবে। মানুষ যাতে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা করতে হবে। মহাজোট শরিক দলের এ শীর্ষ নেতা বর্তমান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘আজিজ কমিশন হবেন না। যারা দেশের মানুষের ভোটাধিকার হনন করেছিলো’।
বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশাÑএমপি। ওয়ার্কার্স পার্টির এ বিভাগীয় সম্মেলনে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নারী-পুরষ অংশ গ্রহন করেন। বিভিন্ন যানবাহনে করে জেলা-উপজেলা ও গ্রাম পর্যায় থেকেও নেতা-কর্মীগন সম্মেলনে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
এমন গাওহার ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১৭ এএম says : 0
আজিজ কমিশন গঠন হলেও ভোট করতে পারে নি । কিন্তু রকিব কমিশন আর হুদা কমিশন দিয়ে কি মিশন সফল করা হলো !গত দুটি নির্বাচনে? এটাই হচ্ছে মুখোশ ! মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি নাকি এরা , ভোট লাগে না ।কেউ না জানুক আমরা জানি নাস্তিক কমরেড, ফ্যাসিস্টদের বংশধররা ঐ রাশিয়ার জারতন্ত্রেরই উত্তরসূরী । কেন্দ্র দখল করে রাতের ভোটের ভোট চোররা আজিজ কমিশনের উদাহরণ দেয়, ভারতের উপর ভর করে গায়ের জোরে ক্ষমতায় থেকে অন্যায়ের পরিমাণও ভুলে গেছে ।যে সাহাবাগে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নাস্তিক কমরেডদের হলিখেলা জাতি প্রত্যক্ষ করেছিল,ঐ সাহাবাগেই গনতন্ত্রের হত্যাকারীদের বিচার হবেই ইনশাআল্লাহ ।
Total Reply(0)
এমন গাওহার ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১৮ এএম says : 0
আজিজ কমিশন গঠন হলেও ভোট করতে পারে নি । কিন্তু রকিব কমিশন আর হুদা কমিশন দিয়ে কি মিশন সফল করা হলো !গত দুটি নির্বাচনে? এটাই হচ্ছে মুখোশ ! মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি নাকি এরা , ভোট লাগে না ।কেউ না জানুক আমরা জানি নাস্তিক কমরেড, ফ্যাসিস্টদের বংশধররা ঐ রাশিয়ার জারতন্ত্রেরই উত্তরসূরী । কেন্দ্র দখল করে রাতের ভোটের ভোট চোররা আজিজ কমিশনের উদাহরণ দেয়, ভারতের উপর ভর করে গায়ের জোরে ক্ষমতায় থেকে অন্যায়ের পরিমাণও ভুলে গেছে ।যে সাহাবাগে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নাস্তিক কমরেডদের হলিখেলা জাতি প্রত্যক্ষ করেছিল,ঐ সাহাবাগেই গনতন্ত্রের হত্যাকারীদের বিচার হবেই ইনশাআল্লাহ ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন