রংপুর, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে তামাকের পরিবর্তে ভুট্টা চাষ এখন অর্থকরী ফসল। এসব এলাকার শতকরা ৯৯ শতাংশ লোক এখন তামাকের পরিবর্তে ভুট্টা চাষ করেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদসের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। গতকাল বৃহস্পতিবার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর আয়োজনে ‘তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, তামাক চাষ এখন ব্যাপক ব্যয়বহুল। আর ভুট্টা চাষে একবার মাত্র পানি আর সার দিলেই হয়। তাই ভুট্টা চাষে ব্যাপক উৎসাহ দিতে ‘তামাক চাষ করো না ভুট্টা চাষ করো’-এই সে্লাগানে আসতে হবে। তিনি বলেন, আমরা এই তামাক থেকে বের হওয়ার জন্য যতদ্রুত চেষ্টা করছি ততদ্রুত বের হয়ে আসা সম্ভব না। কারণ আমরা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেমন, ধরুন যিনি ডায়াবেটিসের জন্য ইনসুলিন গ্রহণ করেন তাকে কিন্তু হঠাৎ করে ট্যাবলেট দিলে তার অবস্থা খারাপ হতে পারে। ইনসুলিন ছাড়তে হবে আস্তে আস্তে। চেইন স্মোকারদের উদাহরণ টেনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, অনেকের দেখবেন সিগারেট না খাইলে ঠিক মতো টয়লেট বা বাথরুমে যেতে পারেন না। আবার গ্রামে দেখবেন ফজরের নামাজের পর ৩-৪ কাপ চা না খাইলে টয়লেটে যায় না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রর চেয়ারপারসন আব্দুল আউয়াল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন