শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রামগতিতে মাদক মামলার ২ আসামি কারাগারে

রামগতি (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ল²ীপুরের রামগেিত মাদক মামলার ২ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকালে ল²ীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার চরসেকান্তরের আশ্রম এলাকা থেকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তারা হলেন বালুরচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে ও চরডাক্তার এলাকার কর্ণধর চন্দ্র দাসের ছেলে গদধর দাস।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, নুরনবী ও গদধর চন্দ্র দাস দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সাথে জড়িত। গত শুক্রবার রাতে তারা গাঁজা বিক্রি করার সময় গোপন সংবাদের ভিক্তিতে তাদের চরসেকান্তরের আশ্রম এলাকা থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন