শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোবিপ্রবিতে বইমেলা, পিঠা ও আবৃত্তি উৎসব

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’ এর আয়োজনে বইমেলা, পিঠা ও আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এসময় শব্দকুটিরের তাশদীদুল আলম সাঈম ও সহিদুল ইসলাম রাজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ও শব্দকুটিরের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন দিনব্যাপী অনুষ্ঠিত বইমেলায় বই প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠা উৎসবে দেশীয় শীতকালীন বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়। 

শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) এমদাদ হোসেন কৈশোর এবং নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস ইবনে আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন