শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাগমারা আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ ১০ জন আহত হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে সময় টিভির ক্যামেরা। আহতদের মধ্যে বিষু পাড়া মহল্লার ইষান (২২) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে এবং আহত মিলন (২৫) অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা ১২ টার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু তার কয়েকজন সহযোগী নিয়ে তাহেরপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্ত¡রে অবস্থান করেন। এ সময় তাহেরপুর পৌর মেয়র বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম মেয়র ও তার ২০/২৫ জন সহযোগিকে নিয়ে আর্ট বাবুর সহযোগিদের উপর হামলা চালায়। পরে লাটিপেটা করে সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়। এতে আর্ট বাবুর আট থেকে দশ কর্মী আহত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান উদ্বোধক বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে পুলিশের সামনে মেয়র কালামের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ছবি তুলতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকে তার সাথে থাকা ক্যামেরা ভাঙচুর ও তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় আর্ট বাবু ঘটনাস্থল ত্যাগ করেন। এ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা একটার দিকে অনুষ্ঠানিক ভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন