বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘হানি, আই শ্রাঙ্ক দ্য কিডস’ সিকুয়েলে ফিরছেন রিক মোরানিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দর্শকপ্রিয় সাইফাই কমেডি ‘হানি, আই শ্রাঙ্ক দ্য কিডস’ চলচ্চিত্রের সিকুয়েলে ওয়েন যালিনস্কির ভূমিকায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় কমেডি অভিনেতা রিক মোরানিস। ১৯৮৯ সালের মূল চলচ্চিত্রে তিনি এক উদ্ভাবকের ভূমিকায় অভিনয় করেছিলেন, যে তার উদ্ভাবিত একটি ইলেক্ট্রোম্যাগনেটিক যন্ত্রের মাধ্যমে দুর্ঘটনাক্রমে তার সন্তান এবং পড়শিদের সন্তনদের সিকি ইঞ্চি আকারে সঙ্কুচিত করে ফেলে। ডিজনির তত্ত্বাবধানে নতুন চলচ্চিত্রটির নাম ‘শ্রাঙ্ক’ আর এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন জশ গ্যাড, তিনি যালিনস্কির ছেলের ভূমিকায় অভিনয় করবেন যে তার পরিবারের সদস্যদের একই ভাবে সঙ্কুচিত করে ফেলে।। মূল চলচ্চিত্রের পরিচালক জো জনস্টন ফিল্মটি পরিচালনা করবেন। চলচ্চিত্রের চিত্রনাট্য টড রোজেনবার্গের। কানাডার টিভিতে কমেডি স্কেচ সিরিজে অভিনয় করে মোরানিস (৬৬) পরিচিতি পেলেও বিশ্বখ্যাতি লাভ করেন উল্লিখিত ও সেটির সিকুয়েল ‘হানি, আই ব্লুআপ দ্য কিডস’ (১৯৯২) চলচ্চিত্র দিয়ে। তিনি এছাড়াও ‘গোস্টবাস্টার্স’ (১৯৮৪) এবং সেটির সেটির সিকুয়েল (১৯৮৯), ‘স্পেসবল্স’, ‘প্যারেন্টহুড’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। ১৯৯৭ সালে স্ত্রী বিয়োগের পর তিনি শুধু মাঝে মধ্যে ফিল্মে অভিনয় করেছেন। ‘শ্রাঙ্ক’ দিয়ে তিনি ১৫ বছর পর পূর্ণাঙ্গভাবে কোনও ফিল্মে ফিরবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন