শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বসবাস করলেও কিছু লোক বাংলাদেশি নয় বালাগঞ্জে পরিকল্পনামন্ত্রী

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, কিছু লোক এখনো আমাদের স্বাধীনতার বিরোধীতা করে। এরা বাংলাদেশে বসবাস করলেও বাংলাদেশি নয়। সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতেই সরকার দেশের সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। গতকাল দুপুরে সিলেটের ওসমানীনগরে নবপ্রতিষ্ঠিত মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমারা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করেছি, কর্ণফুলি নদীতে টানেল নির্মাণ করছি, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছি এবং আগামী ২-৩ মাসের মধ্যে বঙ্গবন্ধু ২য় স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হবে। যা বিশ্বের অনেক দেশ এখনো করতে পারেনি। এসব পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবদুল খালিকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক বশির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন