শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদককে লাল কার্ড দেখালেন সৈয়দপুরে শিক্ষার্থীরা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৮ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখান। গতকাল সকাল ১১ টায় কলেজ মাঠে এক সমাবেশ শিক্ষার্থীরা এ লাল কার্ড দেখান।
এ সময় শিক্ষার্থীরা মুজিববর্ষের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ গড়ার, মুজিববর্ষের দীক্ষা মাদকমুক্ত পরিবেশ, হেসে খেলে নেব শিক্ষা, মাদক সেবন করে যারা দেশ জাতির শক্র তারা, সুস্থ জীবন সুস্থ সমাজ এই হোক মোদের শপথ আজ, আর করবো না মাদক সেবন গড়বো এবার নতুন জীবন, মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি, মাদকের বিরুদ্ধে এমন নানা ধরণের বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন। সমাবেশে অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের হাতে ছিল লাল কার্ড।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, প্রভাষক মো. বাবরআলী, সহকারি শিক্ষক মো. আব্দুল মতিন। সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানটি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন