নদী সচল ও প্রবাহমান রাখতে হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হবিগঞ্জের সিনিয়র কমিশনার লুশিকান্ত হাজং’র নেতৃত্বে হাট নবীগঞ্জ মৌজার চরগাঁও ব্রিজ হতে এ অভিযান শুরু হয়।
এ সময় নদীর উপর কিছু জায়গা দখল করে নির্মিত আ. রহমানের ৫তলা, অসিত পালের ৩তলা বিল্ডিংয়ের পিছনের কিছু অংশ, সিএনজি স্ট্যান্ড, পৌরসভার সবজি বাজারের ৬টি পাকা ঘরসহ বেশ কয়েকটি বিল্ডিং এর দখলকৃত অংশ ভাঙা হয়। অনেকেই অভিযান শুরুর পরপরই স্বেচ্ছায় নিজেদের অবৈধভাবে দখলকৃত অংশ ভাঙতে শুরু করেন।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এম এল সৈকতসহ আরো অনেকেই।
অভিযানে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে। পর্যায়ক্রমে বিভিন্ন মৌজার ১০১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া মমিন জানান, যেসব জায়গায় সমস্যা ছিল, সব নিস্পত্তি করেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ শেষে শীঘ্রই নদী খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন