শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

গোয়েন্দা টোটনদা

আপন অপু

মোহাম্মদ মাসুদ | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

আপন অপু। খুব অল্প সময়েই শিশুসাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার লেখার প্রঞ্জলতা ছোটদেরকে আকর্ষণ করে। খুবই সহজ ভাষায় লিখেন যেন ছোটদের জন্য লেখাটা সুখপাঠ্য হয়ে ওঠে। আপন অপু ‘অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন নেই’ প্রমথ চৌধুরীর এই বাক্যকে মনে ধারণ করেই লেখালেখি করছেন। তার লেখা গল্পগুলোও ছোট ছোট। কিন্তু প্রত্যাকটা গল্পই পাঠকদেরকে সুন্দর শিক্ষনীয় একটা বার্তা দেয়। তার লেখা ফুটল হাসি সবার মুখে বইটাতে খুবই প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়েছে পরিবেশ দুষণ করলে একদিন আমাদের অস্তিত্ব সঙ্কটে পড়ার চিত্র। আপন অপু ছোটদের জন্য লিখেছেন কয়েকটি বই। এবার প্রথম লিখেছেন কিশোর উপযোগী গোয়েন্দা উপন্যাস ‘গোয়েন্দা টোটনদা’। তার ভাবনার জগৎ ছোটদেরকে ঘিরে। আপন অপু স্বপ্ন দেখেন ছোটদের নিয়ে। আগামীর পৃথিবী গড়বে আজকের শিশুরা। তাই তার লেখার মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক তথ্য প্রদান, দেশপ্রেম প্রাধান্য পায়। এছাড়া তিনি তার লেখার মাধ্যমে ছোটদেরকে মানবিক গুণসম্পন্ন হয়ে বেড়ে উঠার বার্তা দিয়ে থাকেন।

মোহাম্মদ মাসুদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন