নাচোলে ১ চোলাই মদ ব্যবসায়ীকে ৬ মাস ও ২ মদ্যপায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহাম্মেদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে নাচোল উপজেলার হাকরইল সাঁওতালপাড়ায় অভিযান চালায়। এ সময় চোলাই মদ তৈরী ও বিক্রয়ের অপরাধে নাচোল উপজেলার হাকরইল গ্রামের লবিন হাসদার ছেলে হেলিসন (২৮) এবং চোলাই মদ পান করে শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটার অপরাধে জেলার গোমস্তাপুর উপজেলার সুক্রবাড়ি গ্রামের মৃত সচীন চন্দ্রপালের ছেলে দীপক চন্দ্রপাল (৪০) ও শিবগঞ্জ উপজেলার ধাইনগর গ্রামের মৃত ফজলুর ছেলে বকুল (২৫)কে আটক করা হয়। আটককৃতদেরকে বিকেল ৩ টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার নিকট হাজির করা হলে তারা দোষ স্বীকার করে। চোলাই মদ তৈরী ও বিক্রয়ের অপরাধে উল্লিখিত কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন