শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাহায্যপ্রার্থী শিল্পীদের সমালোচনায় আসিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস আতঙ্কের এই সময়টাতে শিল্পীদের সঙ্গে যে মিউজিশিয়ানরা বাজাতেন তাদের দিন কিভাবে যাচ্ছে। কেউ কি তাদের খবর রাখছেন? এমন প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের সমালোচনা করে ফেসবুক বক্তব্য দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, অত্যন্ত দু:খ ভারাক্রান্ত মনে লিখছি। আমার স্বজাতি কিছু শিল্পীদের দেখলাম এই দু:সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অর্থসাহায্য চাইছেন। বাংলাদেশে বিগত দুই দশকে আমি দেখেছি শুধুমাত্র তারকা শিল্পীরাই সরকারী অনুদান পেয়েছেন। সাধারন মিউজিশিয়ানদের কপালে জুটেছে ভিক্ষার চাল কাঁড়া আঁকাড়া। তারকা শিল্পীদের পাশে অন্য শিল্পীরাও অর্থসাহায্য নিয়ে দাঁড়িয়েছেন। সেই শিল্পী সুস্থ্য হয়ে আবার ইনকাম শুরু করলেও সাহায্যের টাকা ফেরত দেননি। দিলে হয়তো একটা ফান্ড করা যেতো অন্যদের সাহায্যার্থে। ক’দিন আগেও ফেসবুকে দেখেছি শিল্পীরা একের পর এক শো’তে এই প্লেন থেকে সেই প্লেন দৌড়াচ্ছেন। ডেইলি তিনটা চারটা শো, দম ফেলার টাইম নাই, গিগ চলছেই। গত কয়েকদিনের দূর্যোগে সেই হাওয়া উড়ে গেছে। মিউজিশিয়ানরা বিপদে আছেন সত্য।

তবে যাদের পেছনে বাজিয়েছেন তাদের দায়িত্ব নেয়া উচিত এখন অন্তত লোন দিয়ে। কথায় কথায় সাহায্য প্রার্থনা করে সাধারন মানুষের কাছে নিজেদের ভিক্ষুক প্রমানের মানে কি? মানুষ এগুলো স্বাভাবিক ভাবে নেয়না, কারন জনগনের ট্যাক্সের টাকার একটা ভ্যালু আছে। দেশে আরো মানুষ আছে, তাদেরও সমস্যার অন্ত নেই। আরেকটা প্রশ্ন মাথায় ঘুরে, এই সাহায্য প্রার্থী শিল্পীর কি কোন পরিবার নেই!! অবশ্যই আছে, আসলে সাহায্য চাওয়া একটা রোগে পরিনত হয়েছে। মানুষের গালি খাওয়া স্বত্তেও সরকারী সাহায্যের টাকাটা অমৃত লাগে। অনেকদিন চেষ্টা করেছি শিল্পীদের সংগঠন তৈরী করতে। জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি মহান শিল্পীদের ঐক্যবদ্ধ করার চেষ্টায়। আত্মকেন্দ্রিক সিনিয়রদের একাট্টা না করতে পেরে জুনিয়রদের নিয়েও চেষ্টা করেছিলাম, লাঙ্গল জোয়ালের কাহিনীই চলছে। একটু দুরত্বে গেলেই সিনিয়ররা ছোটদের বলে বেয়াদব, আর ছোটরা সিনিয়রদের দেয় গালাগাল। সামনাসামনি দেখা হলে শ্রদ্ধা আর স্নেহের ঠ্যালায় ষ্টার জলসার নাটকও ফেইল। আমার প্রশ্ন- সরকার যদি সাহায্য দেয় তাহলে কার কাছে দেবে? সেই সাহায্য কে ভাগাভাগি করে দেবে? ক্রাইটেরিয়া কি হবে? আদৌ কোন সংগঠন আছে কি আপনাদের? এগুলোর কোন উত্তর নেই জানি বরং ভাগের রুটি নিয়ে কামড়াকামড়ি শুরু হবে নতুন আঙ্গিকে। আমরা প্রতিষ্ঠিতরা ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে পড়ছি, ঐদিকে রানু মন্ডল শাড়ী গয়নার জন্য ডিজাইনার নিয়োগ দিয়েছে। আমার মনে হয় ঐক্যহীন গানের জগতে আমরা সবাই জিলাপী কিংবা জিলাপীর সন্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Delwar Hossen Hasib ৪ এপ্রিল, ২০২০, ১:১৪ এএম says : 0
আসিফ খুবই বাস্তবিক কথা বলেছেন, সাধারণ কর্মীদের খোঁজ খবর নেওয়া দরকার।
Total Reply(0)
কে এম শাকীর ৪ এপ্রিল, ২০২০, ১:১৪ এএম says : 0
তারকাশিল্পীদের কথা কথায় সরকারের কাছে হাতপাতা অব্যেশ হয়ে গেচে।
Total Reply(0)
কে এম শাকীর ৪ এপ্রিল, ২০২০, ১:১৫ এএম says : 0
ধন্যবাদ প্রিয় শিল্পী, অত্যন্ত বাম্তবিক বিষয়টি তুলে ধরার জন্য। তারকারা আছে নিজেদের নিয়ে।
Total Reply(0)
সাকা চৌধুরী ৪ এপ্রিল, ২০২০, ১:১৫ এএম says : 0
কিন্তু আসিফ ভােই আপনি সাধারণ কর্মীদের জন্য কি করছেন আমরা জানতে চাই। ভালো কথা বলার আগে নিজে করিয়ে দেখানো জরুরি।
Total Reply(0)
কল্যাণমূলক চেতনা ৪ এপ্রিল, ২০২০, ১:১৬ এএম says : 0
তারকাদের কথা হলো নিজে বাঁচলে বাপদাদার নাম। অন্যরা না খেয়ে মরলো কিনা দেকার সময় নেই।
Total Reply(0)
সত্য হক ৪ এপ্রিল, ২০২০, ১:১৬ এএম says : 0
ধন্যবাদ আসফি ভািই।
Total Reply(0)
Rafiq Uddin ৪ এপ্রিল, ২০২০, ৫:৫৪ এএম says : 0
আসিফ আকবর এর সাথে একমত পোসন করছি।প্রতিষঠিত শিল্পীরাও আমাদের সরকার প্রধান এর অনুদান ছাড়া অচল।very very sed.
Total Reply(0)
আব্দুল মাননান ৪ এপ্রিল, ২০২০, ১১:১২ এএম says : 0
ধন্যবাদ আসিফ সাহেবকে অপিয় সত্য কথা বলার জন্য
Total Reply(0)
সাইফুল্লাহ চাইফ ৪ এপ্রিল, ২০২০, ১১:৪৫ এএম says : 0
বাস্তব একটিকথা বলে গেলেন আসিপবাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন