মৌসুমের প্রথম মৃদু কাল বৈশাখীতে বরিশাল ও ঝালকাঠির বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায় শুক্রবার সন্ধ্যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত বরিশাল মহানগরীর অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পূণর্বহাল করা সম্ভব হয়নি। ঝালকাঠী শহর সহ সন্নিহিত এলাকার বিদ্যুৎ সরবারহও বন্ধ ছিল।
শুক্রবার সন্ধা পৌনে ৬টা থেকে ৭টা পর্যন্ত টানা বজ্র বৃষ্টির সাথে প্রায় ৪৮ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ায় বরিশাল মহানগরী ও ঝালকাঠী জেলা শহরের বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। এমনকি এসময় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল টানা দু ঘন্টারও বেশী সময় ধরে। ঝড় থামার পরে বিদ্যুৎ বিভাগের সিমিত জনবল দিয়ে পূণর্বাশন কাজ শুরু হলেও রাত সাড়ে ৮টা পর্যন্ত বেশ কয়েকটি ফিডারে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হয়নি।
তবে এ বৃষ্টিপাত মাঠে থাকা বোরো ধান, গম ও তরমুজ সহ বিভিন্ন রবি ফসলের জন্য যথেষ্ঠ ইতিবাচক ফল দেবে বলে আশা করছেন কৃষিবীদগন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন