শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

৮৫ কিমি বেগে রাজধানীতে কালবৈশাখী ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৮:২৯ এএম

রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় ঝড় শুরু হয়ে শেষ হয় ১০টা ৪০ মিনিটে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বিদ্যুৎ চমকায়। তবে এক মিনিটেরও কম বাতাসের গতিবেগ ছিল রাতে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানায়, ‌‘আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ওই ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে তারপরের দুই দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
কে এম আরিফুল ইসলাম ২২ এপ্রিল, ২০২১, ১১:০৬ এএম says : 0
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক
Total Reply(0)
নুরজাহান ২২ এপ্রিল, ২০২১, ১১:১২ এএম says : 0
সবাইকে সাবধানে থাকতে হবে।
Total Reply(0)
রোদেলা ২২ এপ্রিল, ২০২১, ১১:১৩ এএম says : 0
বৈশাখ মাসে এমন ঝড় মাঝে মাঝেই হবে।
Total Reply(0)
Md Jony ২২ এপ্রিল, ২০২১, ১১:১৬ এএম says : 0
যে ভয় পাইছিলাম রে ভাই ......................
Total Reply(0)
Selim Reza ২২ এপ্রিল, ২০২১, ১১:১৭ এএম says : 0
আজ আমিও এই ঝড়ের কবলে পরেছি। খুব ভয় পেয়েছি
Total Reply(0)
নুরজাহান ২২ এপ্রিল, ২০২১, ১১:১৭ এএম says : 0
সবাইকে সাবধানে থাকতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন