রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় ঝড় শুরু হয়ে শেষ হয় ১০টা ৪০ মিনিটে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বিদ্যুৎ চমকায়। তবে এক মিনিটেরও কম বাতাসের গতিবেগ ছিল রাতে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।
আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানায়, ‘আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ওই ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তবে তারপরের দুই দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন