নগরী সহ বিভিন্ন উপজেলায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে সিলেট । এতে নগরীর বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছ । এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে নগরীর বিভিন্ন এলাকা। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ২ ঘণ্টা স্থায়ী ছিল এ কালবৈশাখী ঝড়। এসময় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট শহর ও শহরতলিতে। দিনভর ভ্যাপসা গরম থাকলেও অন্ধকার হয়ে আসে সন্ধ্যার পর আকাশ জুড়ে । আকাশের কালো মেঘ ছুটতে শুরু করে দিক-বিদিক। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। এরপর রাতে আকষ্মিক ঝড়ো হাওয়া বয়ে গেছে নগরীতে। নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়েও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গেছে। এদিকে এ ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় সিলেটে। ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছের ঢাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। ফলে বেশ কয়েক ঘন্টা অন্ধকার থাকে পুরো নগরী। বিচ্ছন্ন হয় ইন্টারনেট সেবা সহ বৈদ্যুতিক পরিষেবা। কোন কোন যায়গায় শুক্রবার দুপুর পর্যন্তরয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার দিনে সিলেটসহ দেশের সব অঞ্চলেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানায় আবহাওয়া অধিদফতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন