শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রায়গঞ্জে রাস্তার কাজে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা, থানায় মামলা

রায়গঞ্জ(সিরাজগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ২:৩৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয় দৈনিক সাথমাথ পএিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিবারের উপর ঠিকাদার বুদ্ধুর নিজস্ব রতি বাহিনী কর্তৃক সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে।গত ২৩ শে মার্চ ২০২০ রোজ সোমবার,স্থানীয় দৈনিক সাথমাথা সহ, জাতীয় দৈনিক পএিকায়,রায়গঞ্জের রাস্তা নির্মণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে, উপজেলা প্রকৌশলী আব্দুল বাসেতের নির্দেশে রাস্তার কাজ বন্ধ রাখা সহ দ্রুত তদর্ন্তে আস্বাশ দেওয়া হয়। সেই সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই,গত বুধবার বিকাল ৩টার দিকে রায়গঞ্জে প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক .জাতীয় দৈনিক ইনকিলাব ও বিজয় টেলিভিশনের রায়গঞ্জ উপজেলা প্রতিনিধির বাড়ির সীমানা প্রাচীর নির্মণ করার সময় । অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় স্থানীয় দৈনিক সাতমাথা পএিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান ও তার পরিবারকে লক্ষ্য করে,রমমদা ছুরি সহ নানা দেশীয় অস্ত্রে সজ্জিত, মিন্টু(৩৮) রতির(৪৮) হুকুমে ও তাদের সহযগী তানভীর (২৩)তার হাতে থাকা রামদা দিয়ে সাংবাদিক মাহমুদুল হাসানকে লক্ষ্য করিয়া মাথার পিছনের উপরে স্বজোরে কোপ মারিলে ঘটনাস্থলে মাটিতে লুটাইয়া পরার সুযগে ,রুবেল মীর (৩০) তার হাতে থাকা ধারালো ছুরি দ্বারা অঘাত করলে। কপালের বাম চোঁখের ভ্রুর উপরে স্বজোরে কোপ মারিলে,গুরতর আহত সাংবাদিককে উদ্বার করতে তার পরিবারের লোকজন সহ রায়গঞ্জে প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক .জাতীয় দৈনিক ইনকিলাব ও বিজয় টিভির রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি উদ্বার করতে গেলে,তানভীর(২৩),রুবেল(৩০),রতি(৪৮),মিন্টু(৩৮),জ্যোতি(৫০),সোহেল(২৮),অনেক(২৫),রউফ(২৭) ,বুল্লু (৪৫ ),সেলিম(৩৫),রাশেদ(২৮),বুদ্ধ(৫৫),বজলার (৪০) এই বাহিনীর হামলার সিকার হয়। বাড়ির সীমানা প্রাচীর সহ বিভিন্ন জিনিসপএ ভেঙ্গে ফেলে,এ ছাড়া সাংবাদিক নাজমুল হোসাইন তালুকদরের ফ্লাট বাড়িতে ঢুকে বিছানার নিচ থেকে জুয়াড়ি জ্যোতি নগদ ৮০.৫০০ টাকা লুট করে. অপর দিকে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে ঠিকাদারের- রতি বাহিনীর ১৩ সদস্য সেখান থেকে সটকে পড়ে। পরবর্তিতে ঘটনার ভিডিও ফুটেজ দেখে বুদ্ধু ঠিকাদারের -রতি বাহিনীর ১৩ সদস্যকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।উপরক্ত বিষয়টি নিয়ে, রায়গঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্ত মোঃ শহিদুল ইসলমের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা তদন্ত করে প্রয়জনীয় ব্যাবস্তা গ্রহন করা হবে। দ্রæত আসামীদের গ্রেপ্তার করা সহ রায়গঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ন্যাকার জনক হামলার নিন্দা জানানো হয়, এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন