নতুন মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। যে টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের চিরপ্রতিদ্ব›দ্বী দুই দলের, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে সেটি বাতিল ঘোষণা করেছে আয়োজকরা।
২০১৩ সাল থেকে মূলত ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবের অংশগ্রহণে হয়ে আসছে প্রাক মৌসুম পর্বের প্রস্তুতিমূলক টুর্নামেন্টটি। গতকাল এক টুইট বার্তায় আনুষ্ঠানিকভাবে এবারের আসর বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
আগামী বছর আবারও যুক্তরাষ্ট্র ও এশিয়ায় এই টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে তাদের, ‘খেলোয়াড়, স্টাফ, সমর্থক ও ম্যাচগুলোর সঙ্গে যুক্ত সবার স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। বিশ্বের সেরা ক্লাব ও বড় ম্যাচগুলো যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ২০২১ সালে আয়োজনের জন্য মুখিয়ে আছি আমরা।’
এই প্রতিযোগিতায় সবশেষ ২০১৭ সালে মায়ামিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন