হার্ভে ওয়েনস্টেইনের লস অ্যাঞ্জেলসের প্রসিকিউটরেরা নতুন একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়, ২০১০ সালে বেভারলি হিলস হোটেলে এই হলিউড প্রযোজকের যৌন হেনস্তার মুখে পড়েন এক নারী।
ভ্যারাইটি ডটকম জানায়, বর্তমানে চারটি অভিযোগের প্রেক্ষিতে রায়ের অপেক্ষায় আছেন হার্ভে। এর মধ্যে দুটি ঘটেছে ২০১৩ সালে। দুই নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ নিউইয়র্কের কাছাকাছি বাফেলো জেলে ২৩ বছরের সাজা কাটছেন হার্ভে ওয়েনস্টেইন। গত ১১ মার্চ এই রায় হয়।
নতুন এই অভিযোগের ক্ষেত্রে গত বছরের অক্টোবরে প্রথমবার গোয়েন্দাদের মুখোমুখি হন এক নারী। অভিযোগ প্রমান হলে চার বছরের জেল হতে পারে হার্ভের।
মূলত হার্ভের ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন অত্যাচারের অভিযোগ থেকেই হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওই সময় হার্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছেন শতাধিক নারী। যাদের মধ্যে অনেক বিখ্যাত অভিনেত্রীও রয়েছেন। আবার অনেকে অভিযোগ দায়ের করেও সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, অতীতের খারাপ স্মৃতির মুখোমুখি হতে চান না।
এদিকে কিছুদিন আগে গুজব উঠে ৬৮ বছরের হার্ভের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যদিও জেল কর্তৃপক্ষ এর সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন