শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিষ্প্রাণ পহেলা বৈশাখ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

উৎসবের পরিবর্তে এবার আতঙ্কিত পহেলা বৈশাখ পার করেছে দক্ষিণাঞ্চলবাসী। ব্যবসায়ীদের বকেয়া আদায়সহ নতুন বছরের হালখাতার পরিবর্তে প্রতিষ্ঠানের দরজা বন্ধ রেখে বাসায় বসে থাকতে হচ্ছে।
বরিশাল মহানগরীর চক বাজার, কাটপট্টি, বড় বাজার আর গীর্জা মহল্লাজুড়ে এখনো শূন্যতা। অথচ প্রতিবছর ১ চৈত্র থেকে এসব এলাকায় সমগ্র দক্ষিণাঞ্চলের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ হুমড়ি খেয়ে পড়তেন ‘মূল্য হ্রাস’এ রেডিমেট গার্মেন্ট, থান কাপড়, ক্রোকারিজসহ নানা পণ্য কেনার জন্য।
পুরো চৈত্রমাসজুড়ে পুরনো মজুদ খালি করে বাংলা নতুন বছরের প্রথমদিন নতুন পণ্যের সম্ভার নিয়ে হাল খাতা খুলতেন ব্যাসায়ীরা। এবার সবই অতীত স্বপ্নের সাথে নতুন বছরের দুঃস্বপ্ন ভর করেছে।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলজুড়ে কোন অনুষ্ঠানও ছিল না এবার। ছিল না ব্যাবসায়ীদের কোন হালখাতাও। শিশু-কিশোর থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষই বাংলা বর্ষবরণের আনন্দ-উৎসবের পরিবর্তে ঘরে বসে মহান আল্লাহর দরবারে পানাহ চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন