শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

পদাবলী

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

 


করোনা ও উড়ে আসা গাঙচিল প্লেন
দ্বীপ সরকার
এতোকাল উড়ে এসেছে,প্রশ্ন ওঠেনি
উড়ে এসে পড়েছে সমুদ্রে, প্রশ্ন ওঠেনি
আড়িপাতা শালিকজোড় কালে কালে দেখে এসেছে
সমুদ্রগামী পাগলা হাওয়ারা কালে কালে দেখে এসেছে
গাঙচিল প্লেন,উড়তে উড়তে, সামাজিক হতে হতে
বহুকাল বহু বছর এই আমার দেশে এসে পড়েছে-প্রশ্ন তুলিনি
অথচ,এখন আকাশে প্লেন দেখলেই তেড়ে আসি
সমুদ্রের নীল ডলফিন তেড়ে আসে
কোভিড১৯ কে বরদাস্ত করতে পারছিনা আর

 


নতুন বছর এসো
শম্পা মনিমা
পরাজিত সব ইচ্ছারা আবার জয়ী হবে
নগরীতে যত উৎকণ্ঠা সরিয়ে
তখন শুধু তোমাকে ভাববো
সাক্ষী থাক বিষন্ন কবিতা
এই তোমার সান্নিধ্য কাব্য
কয়েক শো বার সূর্যাস্ত হেঁটে এসে
দাঁড়াবে যেখানে; ওখানেই দেখবো
গভীর চোখের ডুবন্ত নীল সমুদ্র
সুদিন সব কোমলতা জমা রেখেছে
দূর এক আকাশ থেকে আকাশে
মলিন পাতায় মেলে দেখি
নেমে আসা অপরাহ্ণ মিশছে গোধূলির আলো
জমা থাক সব অসংখ্য ঋণ
আগামী দিনে অসংখ্য অসুখ শেষে
অথৈ মৃত্যু হারিয়ে বলবো
নতুন বছর এসো , বৈশাখ এসো হে।

 

করোনার ম্যাজিক
জাহাঙ্গীর হোসেন
ওগো করোনা লক্ষী সোনা
ম্যাজিক তুমি জান,
মুক্তি দিয়ে মোদের তুমি
ইতি তোমার টান।
ঘরখানা আজ বন্দিশালা
সময় চায়না যেতে,
ঘুম ধরেনা চোখের কোনে
তোমার খবর পেতে।
তোমার ম্যাজিক শুধুই কাঁদায়
দেয়না মুখে হাসি,
বিদায় তুমি নেবে কখন
কাঁদছে বিশ্ববাসী।
জাহাঙ্গীর হোসেন
তুলুজ ফ্রান্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন