শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপাসিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন মোড়লের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৯:৪১ পিএম

কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবদল নেতা ও ভাই ভাই ফার্নিচার ও প্লাস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আল-আমিন মোড়লের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় অর্ধশত হতদরিদ্র, অসহায়ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

২২ এপ্রিল বুধবার সকাল থেকে তার নিজ এলাকার বিভিন্ন স্থানে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রি বিতরণ করেন।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া গ্রামের বিভিন্ন স্থানে ‘দিন আনে দিন খায়’ ও নিন্মআয়ের অর্ধশত পরিবারের মাঝে বুট, মুড়ি, তেল ও জুস বিতরণ করা হয়। যুবদল নেতা আলআমীনের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী টিম দিনব্যাপী ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ভবিষ্যতে এ ধরনের মহতি উদ্যােগ অব্যাহত থাকবে বলে আল-আমীন মোড়ল জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন