বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলার মাননীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু এমপি বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সংত্রæমনের কারণে কর্মহীন হয়ে পড়া বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের মধ্যে ৩ হাজার পরিবারের মধ্যে চাউল, মুড়ি, ছোলাবুট, তৈল, পেয়াজ ও আলু বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক অত্র উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক নবগঠিত ত্রাণ কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনা ভাইরাসের ফলে শ্রমবঞ্চিত সকলে যাতে উক্ত ত্রাণ সামগ্রী পায় তারই ভিত্তিতে এ ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়।
করোনা ভাইরাস সংত্রæমনের কারণে বর্তমানে বুড়িচং উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমুজুর, ভিক্ষুক, রিক্সাচালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, চায়ের দোকানি সহ অসংখ্য খেটে খাওয়া মানুষের মাঝে আবদুল মতিন খসরু এম.পি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন। এসব খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসনের সহযোগিতা সহ উপজেলা, ইউনিয়ন ,ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের ত্রাণ কমিটির মাধ্যমে বিতরণ করা হয়। এমপি মহোদয় এক বিবৃতি বলেন- আগামীতেও সরকারের মাধ্যমে, তিনি নিজে, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে আগামীতে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ইতোমধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দলমত নির্বিশেষে দুই উপজেলায় ১৩ হাজার পরিবারকে সরকারী ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক পিপি. এড. আবুল হাশেম খান, সহ-সভাপতি আ: রশীদ খদ্দর, উপজেলা চেয়ারম্যন ও উপজেলা আ’লীগের সেক্রেটারী মো. আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক (পিপিএম), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. পান্না আক্তার, ষোলনল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, রাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, সেক্রেটারী মো. জয়নাল হোসেন মাস্টার, বাকশীমুল ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী হাজী আ: রশীদ, আ’লীগ নেতা আলহাজ¦ আবু তাহের চেয়ারম্যান, সুপার সফিকুল ইসলাম ভুইয়া, মো. রেজাউল করিম, কৃষকলীগ নেতা মো. মিজানুর রহমান, ফারুক খান মেম্বার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপাতি হাজী মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক বাছির খান, যুবলীগ নেতা হিমেল খান, তানভীর হোসেন ইমন, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন, আল-আমিন, সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে সার্বিক সমন্বয় করেন।
উল্লেখ্য মাননীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু সকল ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান তাৎক্ষনিক মনিটরিং করেন প্রয়োজনে তিনি আরো খ্ােজ খবর নিয়ে যারা ত্রাণ সহায়তা পান নি তাদেরেেক সহায়তা দেয়া হবে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন