ভয়াবহ করোনার সকল ঝুঁকি উপেক্ষা করে করোনা প্রতিরোধ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম গঞ্জ হাট বাজারে গিয়ে মাগুরাবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলতে ও নিরাপদ দুরুত্ব বজায় রাখতে নিরবিচ্ছিন্ন গণসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে হটলাইন টীম। মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড, সাইফুজ্জামান শিখরের অনুপ্রেরনায় গত ২০ দিন ধরে তারা এ প্রচারনা চালিয়ে মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।মাগুরায় করোনা প্রতিরোধ কার্যক্রমে বর্তমানে বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ইতিমধ্যে মাগুরায় দুজন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে তার মধ্যে জীবনের ঝুকি নিয়ে তারা মাগুরা শহর, সদর উপজেলার আঠারখাদা, কামারবাড়ি, গাংনালীয়া, টেংগাখালী, বাশকোঠা, মঠবাড়ি, কাটাখাল গুচ্ছগ্রাম, নিজনান্দুয়ালী
শ্রীপুর উপজেলার বরিশাট, খামারপাড়া, শ্রীপুর সদর, কচুয়া, কল্যানপুর, সাচিলাপুর, দ্বারিয়াপুর, বরইচারা, মালাইনগর গোয়ালদাহ, ঘসিয়াল, টীকারবিলা, ঘষিয়াল, আমলসার, লাঙ্গলবাধ, ছাবিনগর, গয়েসপুর, জোকা, গোয়ালপাড়া, কাজলীবাজার, বাখেরা মদ্দমখোলায় ব্যপকভাবে সচেতনতামূলক প্রচার চালানোর কাজ শেষ করেছে। এখন চলছে অন্যান্য এলাকায়। তাদের প্রচারনার কাজ দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাতেও চালাচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে।এখানেই শেষ নেই তাদের কার্যক্রম। দিনের কাজ শেষ করে আবার
সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অসহায় ব্যক্তিদের দরজায় গোপনে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান ও সদস্য বাকী বিল্লাহ সান্টুর (সাবেক ইউপি চেয়ারম্যান) নেতৃত্বে হটলাইন টীম এ কাজ করে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন