শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কর্মহীন দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৪:৪২ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতিতে পায়রা বন্দর এলাকায় কর্মহীন হয়ে পরা দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুক্রবার সকাল ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন এম এম বিল্ডাস অফিস কার্যালয়ের সামনে ওইসব অসহায় হতদরিদ্রদের মাঝে আসন্ন মাহে রমযানের ইফতার উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো.মজিবুর রহমান সাগর, কো-অডিনেটর মো.মনিরুজ্জামান লিটুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরন শেষে এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো.মজিবুর রহমান সাগর বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে চলমান করোনার দুর্যোগে কর্মহীন ঘরবন্দী দুই শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড’র এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন