শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৩:০৯ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষ থেকে ঝালকাঠিতে দুই হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষকে রমজানের শুরুতেই ইফতার সামগ্রী দেওয়া হয়। শুক্রবার সকাল ১০টায় শহরের কোর্ট রোডে ঝালকাঠি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধন শেষে জনসমাগম এড়াতে এককেজি করে মুড়ি, চিড়া, চিনি, ছোলা ও তেল দরিদ্র মানুষের বাড়িতে পৌছে দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও তাঁর ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন