শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

২৮০ কেজি চাল আত্মসাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

সরকারের জি.আর. কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিষদের সচিব শেখ মো. মহিদুল ইসলাম এ মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল। গতকাল বৃহস্পতিবার সংস্থার পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে করোনা আক্রান্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার পরিচালিত জি.আর কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণ করেননি। ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে সরকারের ২৮০ কেজি চাল আত্মসাৎ করেছেন নিজেরাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন