শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লকডাউন ভেঙে ঈদের নাটকের শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৪:৪৬ পিএম

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে মার্চ মাসের ১৮ তারিখ থেকে টেলিভিশনের সংগঠনগুলো সকল ধরনের শুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো।

কিন্তু সেই আদেশ অমান্য করেই রবিবার (১০ মে) নাটকের শুটিং করলেন ছোট পর্দার নির্মাতা আদিবাসী মিজান। পরে বিষয়টি জানতে পারলে শুটিং বন্ধ করে দেয় টিভি নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এমনটি গণমাধ্যমে জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।

জানা গিয়েছে, ঈদের জন্য নির্মিত একটি নাটকের কাজ শুরু করেছিলেন পরিচালক আদিবাসী মিজান। এতে অংশ নিতে পূবাইলের হাসনাহেনা শুটিং বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসানও।

এ প্রসঙ্গে অলিক বলেন, ‘মার্চ মাস থেকে নাটকের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে। এর পরেও নিষেধাজ্ঞা অমান্য করে তারা শুটিং এর কাজ শুরু করেছিলেন। বিষয়টি জানতে পেরে আমরা শুটিং বন্ধ করে দিয়েছি।

তিনি আরো বলেন, নির্মাতা (মিজান) তার ভুল বুঝতে পেরেছেন। আমি মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলার পরপরই ঢাকায় ফিরে এসেছে পুরো শুটিং ইউনিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন