গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের আদর্শ গুচ্ছ গ্রামের একটি ঘর থেকে লিপু (১২) নামে এক কিশোরের লাশ গত বৃহস্পতিবার সকালে পুলিশ উদ্ধার করেছে। লিপু ওই গুচ্ছ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার রাতে খাবার খেয়ে লিপু ঘুমানোর উদ্দেশ্যে নিজের ঘরে যায়। বৃহস্পতিবার সকালে তার ঘরের দরোজা খুলতেই দেখা যায় ওই ঘরের আড়ার সাথে লিপুর লাশ ঝুলছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন রাতের কোন এক সময় কেউ তাকে হত্যা করেছে। এ বিষয়ে গোয়ালন্দ থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া পর বলা সম্ভব হবে লিপুকে হত্যা করা হয়েছে না কি সে আত্মহত্যা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন